পথ চলতি কোনও ব্রিজ বা ফ্লাইওভারের গায়ে ফাটল দেখতে পেয়েছেন, বা মেরামতি করা দরকার এমন কিছু, তাহলে এক ফোনেই হবে সমস্যার সমাধান। বড় ব্রিজগুলো তো বটেই, ছোট ওভারব্রিজ, ফ্লাইওভারের গায়েও এবার থেকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের ফোন নম্বর লেখা থাকবে। সেই সঙ্গে যে সংস্থা ওই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে, তাদেরও ফোন নাম্বার লেখা থাকবে। যাতে সাধারণ মানুষের কোনও অভিযোগ থাকলে তারা সরাসরি তা জানাতে পারে।
বুধবার একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, শহরের বড় ব্রিজগুলোর পাশাপাশি ছোট ব্রিজগুলোরও স্বাস্থ্য পরীক্ষায় গুরুত্ব দেবে কলকাতা পুরসভা। এর জন্য ইতিমধ্যেই কেএমডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পরিপ্রেক্ষিতেই মেয়র জানান, এবার থেকে ব্রিজগুলোর রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে পুরসভা। তাঁর কথায়, ব্রিজে কোনও ফাটল দেখতে পাওয়া গিয়েছে, কিন্তু অনেক সময় সাধারণ মানুষ বুঝতে পারে না কোথায় অভিযোগ জানাবে, কাকে বলবে। সে কারণেই পুরসভার তরফে এই উদ্যোগ। এছাড়াও দায়ত্বপ্রাপ্ত সংস্থার তরফেও নিয়মিত দেখভাল করা হবে বলেও তিনি জানান।
Comments are closed.