পুজোর আর এক মাসও বাকি নেই। জোর কদমে চলছে মণ্ডপ প্রস্তুতির কাজ। রাস্তা ঘাটে পুজোর কেনাকাটার ভিড়। বাঙালি তাকিয়ে ক্যালেন্ডারের দিকে। তবে কলকাতার কিছু রাস্তার বেহাল দশা চিন্তায় ফেলেছে পুলিশ ও পুরসভা কর্তৃপক্ষকে। তার ওপরে কয়েকদিনের টানা বৃষ্টির জেরে বেশ কিছু রাস্তার অবস্থা শোচনীয়। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করল কলকাতা পুরসভা।
মহালয়ার বাকি রয়েছে ১১ দিন। পুরসভা সূত্রে খবর, মহালয়ার দিনটিকে ডেড লাইন ধরে রাস্তা সারাইয়ে তোড়জোড় শুরু করেছে পুরসভা। জানা গিয়েছে, পুজোর কিছু দিন আগেই যাতে শহরের সব রাস্তার হল ফেরে সেই লক্ষ্যেই জোর কদমে কাজ শুরু করেছে কলকাতা পুরসভা।
জানা গিয়েছে, ধর্মতলায় পুরসভার কেন্দ্রীয় কার্যালয় থেকেই রাস্তা মেরামতির কাজের তদারকি কর হবে। সেই সঙ্গে বোরোগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত কাজ শেষ করতে সব রকমের সহযোগিতা করতে হবে। সব মিলিয়ে পুজোর আগে শহরের বেহাল রাস্তার হাল ফেরাতে মরিয়া কলকাতা পুরসভা।
Comments are closed.