শহরে গৃহহীনদের জন্য বিশেষ উদ্যোগ পুরসভার; চালু হচ্ছে আরও ১০টি নাইট শেল্টার 

কলকাতায় গৃহহীনদের জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভা। গৃহহীন মানুষদের রাতে আশ্রয়ের জন্য ১০টি নতুন নাইট শেল্টার তৈরির পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। এ নিয়ে সম্প্রতি লালবাজারের সঙ্গে কথা বলেছে কলকাতা পুরসভার আধিকারিকরা।

পুরসভা সূত্রে খবর, বর্তমানে শহরে গৃহহীন মানুষের সংখ্যা কত, এ নিয়ে কলকাতা পুলিশের কাছে তথ্য চেয়েছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। লালাবাজরের তরফে সেই তথ্য পেলেই তা নিয়ে কাজ শুরু করবে পুরসভা। জানা গিয়েছে, মূলত শহরের কোনও অংশে কতজন গৃহহীন রয়েছে, কোথায় সংখ্যা বেশি, কোথায় কম, এ জাতীয় একগুচ্ছ তথ্য সংগ্রহ করছে পুরসভার বস্তি বিভাগের আধিকারিকরা। তার ভিত্তিতেই নতুন যে নাইট শেল্টারগুলো গড়ে তোলা হবে তার স্থান নির্বাচন করা হবে।

উল্লেখ্য, ২০১১ সালের একটি সমীক্ষা অনুযায়ী শহরে গৃহহীন মানুষের সংখ্যা ৭০ হাজার। তার পর সংখ্যাটি কত তে এসে দাঁড়িয়েছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য নেই। বর্তমানে শহরে নাইট শেল্টারের সংখ্যা ৫০ টি। যেখানে রাতে আশ্রয় পান ৫ হাজার গৃহহীন মানুষ।

Comments are closed.