রাজ্যে ফের বাড়ছে কোবিড সংক্রমণের সংখ্যা। তাই কোভিড বিধি লাগু হল কলকাতা হাইকোর্টে। দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে কোভিড সংক্রমণের সংখ্যা। বুধবার কলকাতা হাইকোর্টে জারি হল কোভিড বিধি।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হল। এবার থেকে হাইকোর্টের আইনজীবীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। শুধু আইনজীবীরা নয় আদালত কর্মী ও বিচার প্রার্থীরা সকলকেই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়াও প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। শুনানি চলাকালীন আদালত চত্বরে ভিড় না করার কথা জানানো হয়েছে। আদালতে ঢোকার সময় শরীরের তাপমাত্রা মেপে নেওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগের সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি করোনা সংক্রমিত হয়েছিলেন। এরফলে বহু মামলার শুনানি পিছিয়ে যায়। কিন্তু কলকাতা হাইকোর্টে এখনও পর্যন্ত কেউ করোনা সংক্রমিত হননি। তবুও সতর্কতামূলক ব্যবস্থা নিতেই কোভিড বিধি চালু করা হল।
Comments are closed.