রাজ্যের ব্যবস্থায় আস্থা আদালতের, শর্তসাপেক্ষে মেলার অনুমতি দিল হাইকোর্ট 

গঙ্গাসাগর মেলা হচ্ছে। তবে কিছু শর্ত রয়েছে। জনস্বার্থ মামলায় শুক্রবার এমনটাই জানালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।মেলার ভিড় নিয়ন্ত্রণের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে বলা হয়েছে।এই মর্মে এদিন একটি পর্যবেক্ষক কমিটি গঠন করে দেয় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমার ডিভিশন বেঞ্চ।ওই কমিটিতে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।  

এদিন আদালত জানায়, কোভিড বিধি মেনে মেলা হচ্ছে কিনা, সেদিকে নজর রাখবে পর্যবেক্ষক কমিটি। এমনকী প্রয়োজনে কমিটি মেলা বন্ধেরও নির্দেশ দিতে পারে। হাইকোর্টের এই রায় নিয়ে পর্যবেক্ষকদের একাংশের মত, রাজ্য সরকার কোর্টে হলফনামা দিয়ে মেলার প্রস্তুতি সম্পর্কে যে তথ্য দিয়েছিল তাতে সন্তুষ্ট কলকাতা হাইকোর্ট।যার ফলে এদিন মেলার অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। 

উল্লেখ, মেলা বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন অভিনন্দন মন্ডল নাম এক চিকিৎসক। বৃহস্পতবার শুনানিতে মামলাকারীর আইনজীবী বলেন, মাত্র চারজন সদস্য আক্রান্ত হওয়ায় চলচিত্র উৎসব বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে সরকার বিজ্ঞপ্তি জারি করেছে, ৫০ জনের অধিক নিয়ে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। সেই যুক্তিতে রাজ্য মেলা করছে কীভাবে? 

শুনানিতে রাজ্য সরকারের তরফে পাল্টা জানানো হয়, তারা মেলা করতে প্রস্তুত। সেই সঙ্গে রাজ্যের আইনজীবী কোর্টে হলফনামা দিয়ে মেলার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানান।  

  

Comments are closed.