এখনও কলকাতার একাধিক মণ্ডপে প্রতিমা রয়েছে। একাদশীতেও জোর কদমে চলছে বিসর্জন। এর মধ্যেই জানা গিয়েছে, শুধু দশমীর দিন কলকাতার ঘাটগুলোতে আড়াই হাজার প্রতিমার বিসর্জন হয়েছে। পুরসভা তরফে জানা গিয়েছে, একাদশীর দিন প্রতিমা বিসর্জনের সংখ্যাটা আরও বাড়বে।
বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পূর্ণ করতে তৎপর কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ। নিরাপত্তা দেখতে প্রতিটি ঘাটে পুলিশ মোতায়েন রয়েছে। সেই সঙ্গে কোনও রকমের দূর্ঘটনা এড়াতে স্পিড বোর্ড রাখা হয়েছে। পাশাপাশি প্রশাসনের তরফে মাইকিং-এর ব্যবস্থা করা হয়েছে।
কার্নিভ্যলের দিন শহরের প্রায় প্রতিটি বড় পুজোর প্রতিমা বিসর্জন হবে। ওই দিন ঘাটগুলোতেও ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে। তার জন্যও আগাম ব্যবস্থা রাখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। সব মিলিয়ে বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পূর্ণ করতে তৎপর প্রশাসন।
Comments are closed.