ভয় ধরাচ্ছে ডেঙ্গির প্রকোপ। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার আক্রান্ত হলেন কলকাতার নগর পাল বিনীত গোয়েল। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই তাঁর জ্বর ছিল। পরে রক্ত পরীক্ষার পর জানা যায় তিনি ডেঙ্গিতে আক্রান্ত। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। রক্তের প্লেট রেট কমছে কিনা সেদিকে নজর রাখছে চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে বিনীত গোয়েলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে হাসপাতাল থেকে কবে মুক্তি পাবেন তা নিয়ে কিছু জানা যায়নি।
চলতি মরশুমে বেশ কিছু দিন ধরেই ডেঙ্গির প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, বুধবারই সারা রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৪৮৫ জন। ডেঙ্গির প্রকোপ বেশি রয়েছে, রাজ্যের এমন ১৮টি ব্লককে চিহ্নিত করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যার মধ্যে রয়েছে, হাওড়া পুরসভা, বালি, দক্ষিণ দমদম, কামারহাটি, শ্রীরামপুর, বিধাননগর প্রভৃতি।
এদিকে বুধবার মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকেও ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে কলকাতার ডেঙ্গি রোধ করতে পুজোতেও স্বাস্থ্য কর্মী এবং আধিকারিকদের ছুটি বাতিল করেছে কলকাতা পুরসভা।
Comments are closed.