হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শীতের স্পেল চলছে জেলায় জেলায়। কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমেছে এদিন। এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন এটি। আগামী কয়েকদিন আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা কমেছে। বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে রয়েছে। জেলায় জেলায় কার্যত জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, পরিষ্কার আকাশ থাকার দরুন তাপমাত্রা আরও কমবে। জেলায় জেলায় উত্তুরে হাওয়ার দাপটের কারণে জাঁকিয়ে শীত পড়বে। রাতের দিকেও তাপমাত্রা বেশ কমবে। জানা গিয়েছে, আগামী শনিবার পর্যন্ত শীতের দাপট চলবে।
সারা সপ্তাহজুড়ে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছে নামবে পারদ।
এদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
Comments are closed.