সঙ্গীতশিল্পীর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি অনুরাগীরা। তৈরি হয়েছে নানান বিতর্কও। এর মধ্যেই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে নয়া মোড়। মৃত্যুর তদন্তে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা করলেন এক আইনজীবী। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার অনুমতি দিয়েছে। ফলে ফের একবার তারকা গায়কের মৃত্যু নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে।
হাইকোর্ট সূত্রে খবর, আইনজীবী রবিশঙ্কর চ্যাটার্জি কেকে-এর মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করার অনুমতি চান। তাঁর আর্জির ভিত্তিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজশেখর ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলার অনুমতি দিয়েছে। খুব শীঘ্রই শুনানি শুরু হবে।
গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি কলেজ ফেস্টে গান করতে আসেন কেকে। ওই অনুষ্ঠানের পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং মাত্র ৫৪ বছর বয়েতেই প্রয়াত হন। গায়কের অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে আসে অনুরাগীদের মধ্যে। তাঁর হঠাৎ মৃত্যু নিয়ে নানান প্রশ্নও উঠতে শুরু করে। যদিও পোস্টমর্টেম রিপোর্টে জানানো, গায়কের হার্টের ৮০% ব্লকেজ ছিল। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। যদিও তারপরেও বিতর্ক থামেনি। অব্যবস্থার অভিযোগ এনে শাসক দলকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এর মধ্যেই হাইকোর্টে মামলাকে ঘিরে সঙ্গীতশিল্পীর মৃত্যু নিয়ে নতুন করে জল্পনা শুরু হল।
Comments are closed.