প্ল্যাটফর্মের সংখ্যার নিরিখে দেশের পাঁচ সেরা স্টেশন কোনগুলো? হাওড়া-শিয়ালদহের জায়গাই বা কত নম্বরে? 

দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্য হোক বা এক শহর থেকে অন্য শহর, পরিবহনের অন্যতম মাধ্যমই হল দেশের রেল ব্যবস্থা। ভারতীয় রেলকে দেশের লাইফ লাইনও বলা হয়ে থাকে। ভারতীয় রেলের আরও এক চমকপ্রদ বৈশিষ্ট হল, এটি বিশ্বের মধ্যে চতুর্থ এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। ভারতীয় রেল নিয়ে এমন একধিক তথ্য রয়েছে যা বেশ চমকপ্রদ। তেমনই একটি হল, প্ল্যাটফর্মের সংখ্যার বিচারেও দেশের গুরত্বপূর্ন স্টেশনগুলোকে এক থেকে পাঁচের মধ্যে রাখা রয়েছে। প্ল্যাটফর্মের সংখ্যার বিচারে কোন স্টেশন কত নম্বরে রয়েছে আসুন জেনে নেওয়া যাক। 

প্ল্যাটফর্মের সংখ্যার বিচারে দেশের মধ্যে প্ৰথম স্থানে রয়েছে হাওড়া। দূরপাল্লা, লোকাল ট্রেন মিলিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এই প্ল্যাটফর্ম দিয়ে ট্রেনে যাতায়াত করেন। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা ২৩টি।  

দ্বিতীয় স্থানে যে স্টেশন রয়েছে সেটিও পশ্চিমবঙ্গের। প্ল্যাটফর্মের সংখ্যার বিচারে দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে শিয়ালদহ। এই স্টেশনের উত্তর এবং দক্ষিণ শাখা রয়েছে। এবং প্ল্যাটফর্মের সংখ্যা ২১ টি। 

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দেশের অন্যতম ব্যস্ততম স্টেশন। মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী টার্মিনাসকে প্ল্যাফর্মের সংখ্যার বিচারে তৃতীয় স্থানে রাখা হয়েছে। এই স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা ১৮টি। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এটির প্ল্যাটফর্ম সংখ্যা ১৭টি। তালিকার একেবারে শেষে যে স্টেশনটি রয়েছে এটি রাজধানী দিল্লিতে অবস্থিত। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এটি। পঞ্চম স্থানে রয়েছে নিউ দিল্লি রেল স্টেশন। প্রতিদিন এখান থেকে প্রায় ৩৫০টির ট্রেন চলাচলম করে। এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা ১৬টি।

Comments are closed.