পুরীর ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির এবার সাহেবদের দেশেও। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে ইংল্যান্ডের মাটিতে একটি নতুন মন্দির তৈরি হচ্ছে। জানা গিয়েছে, ওড়িয়া সম্প্রদায়ের প্রবাসী ভারতীয়রা জগন্নাথ মন্দির তৈরির উদ্যোগ নিয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে ২৫০ কোটি টাকা ধার্য করা হয়েছে মন্দির নির্মাণের কাজে। ইতিমধ্যেই ওড়িশার শিল্পপতি বিশ্বনাথ পট্টনায়ক ইংল্যান্ডের ওই মন্দিরের জন্য বিপুল অঙ্কের অনুদানের কথা ঘোষণা করেছেন। ইংল্যান্ডের প্রবাসী ভারতীয়দের দাবি বিদেশের মাটিতে এই প্রথম কোনও মন্দির নির্মাণে এই বিপুল অঙ্কের টাকা ব্যয় হচ্ছে।
উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, মন্দির নির্মাণের জন্য স্থানীয় সরকার পরিষদের কাছে আবেদনও করা হয়েছে। সেই সঙ্গে একটি ১৫ একরের জমিও চিহ্নিত করা হয়েছে। এখন শুধু বাকি রয়েছে জমি ক্রয়ের কাজ। উদ্যোক্তাদের দাবি, সব ঠিক থাকলে ২০২৪-এর মধ্যেই মন্দির নির্মাণের কাজ শেষ হবে।
প্রতি বছরই পুরীর মন্দির দেখতে লাখ লাখ মানুষ ওড়িশায় ভিড় করেন। তাঁদের মধ্যে অসংখ্য বিদেশিও থাকেন। লন্ডনেও সেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির তৈরি হলে, তা ভারতের পর্যটনের ক্ষেত্রেও সুফল আনবে বলে অনেকের আশা।
Comments are closed.