সম্প্রতি কিছুদিন আগেই ধারাবাহিক ছেড়ে বড় পর্দায় পা রেখেছেন মধুমিতা সরকার। একের পর এক লাস্যময়ী রূপে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তিনি। আগের সেই পাখি আর নেই তিনি।
View this post on Instagram
লালটুকু থাকুক না!❤️ . ? @kaustavsaikia [email protected] [email protected]
সুন্দরী নায়িকা সোশ্যাল মিডিয়াতেও বেশি অ্যাকটিভ থাকেন। প্রায়ই ছবি এবং ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। তার অনুরাগী সংখ্যা ছাড়িয়েছে ইনস্টাগ্রামে সাত লক্ষ। এবারে একদম দেশি অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। লাল টুকটুকে শাড়ি, ব্লাউজ, নাকে বড় নথ, কপালে ছোট্ট লাল টিপ এমনি লুকে ক্যামেরাবন্দি হলেন মধুমিতা। লাল শাড়ি আর হট লুক তার ছবিটিকে আরো উষ্ণ করে তুলেছে। ইতিমধ্যেই সে ছবি ভাইরাল হয়ে গেছে। ছাড়িয়ে গেছে ৫০ হাজারের গণ্ডি লাইকের সংখ্যা।
লকডাউন এর পর আবার সব বাধা অতিক্রম করে কাজে নেমে পড়েছেন ‘পাখি ‘। কিন্তু উরু উরু মন টা তাকে টেনে নিয়ে গেছে কাজ ছেড়ে পাহাড়ে। সেখানেই ঘুরতে গিয়ে নিয়মিত ছবি শেয়ার করছেন ভক্ত দের সাথে । ভক্তরাও বেশ উৎসাহী ওনার উষ্ণতায় ভরা দুষ্ট মিষ্টি ছবি গুলি দেখতে।