মহারাষ্ট্র, হরিয়ানায় এগিয়ে বিজেপি, প্রাথমিক প্রবণতায় তুলনামূলক ভালো পারফর্মেন্স কংগ্রেসের

মহারাষ্ট্র এবং হরিয়ানাতে চলছে ভোট গণনা। গণনার শুরুতেই পোস্টাল ব্যালট গোনা হয়, তারপর শুরু হয় ইভিএম গণনা। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, দুই রাজ্যেই এগিয়ে বিজেপি। তবে লোকসভা ভোটে যেভাবে ভরাডুবি হয়েছিল বিরোধীদের, মহারাষ্ট্র কিংবা হরিয়ানা, কোথাওই তার পুনরাবৃত্তি হচ্ছে না বলেই মনে করছেন ভোট বিশেষজ্ঞরা।

গণনার শুরু ঘণ্টাদুয়েক পর যা পরিস্থিতি তাতে, মহারাষ্ট্রে ১৬১ আসনে এগিয়ে বিজেপি-শিবসেনা জোট। কংগ্রেস-এনসিপি জোট এগিয়ে ৯০ আসনে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী জোটসঙ্গী কংগ্রেসের চেয়ে শরদ পওয়ারের এনসিপির পারফর্মেন্স ভালো। উল্লেখযোগ্য তারকা প্রার্থীদের মধ্যে শুরুর রাউন্ডে পিছিয়ে পড়েছেন বিজেপির পঙ্কজা মুণ্ডে। এদিকে সাতারা উপ নির্বাচনে এনসিপি প্রার্থীর থেকে পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী তথা শিবাজির বংশধর ভোঁসলে।

অন্যদিকে হরিয়ানাতে ৯০ আসনের মধ্যে বিজেপি এগিয়ে ৪১ আসনে, কংগ্রেস এগিয়ে ২৯ টি আসনে। প্রাথমিক প্রবণতা সামনে আসতেই হরিয়ানায় কিংমেকারের ভূমিকা পালন করবে জেজেপি, বলে দাবি করেছেন দুষ্যন্ত চৌতালা। ভোট বিশেষজ্ঞরা বলছেন, গণনা শুরুর ট্রেন্ড বেলা বাড়লে বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments are closed.