মহারাষ্ট্রের নাসিক জেলার কালওয়ান আসনে এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী জে পি গাভিত। মহারাষ্ট্র সিপিএম সূত্রে খবর, বৃহস্পতিবার গণনার শুরু থেকেই নিকটতম এনসিপি প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছেন সাতবারের বিধায়ক গাভিত। সাড়ে ১০ টা পর্যন্ত পাওয়া খবরে এনসিপি প্রার্থীর তুলনায় ২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে সিপিএম প্রার্থী।
তিন বছর আগে মহারাষ্ট্র এবং রাজস্থানে কৃষক সভার উদ্যোগে একাধিক আন্দোলন সংগঠিত করা হয়। হাজার-হাজার মানুষ কৃষক আন্দোলনে যোগ দিয়েছিলেন। গাভিত নিজেও কৃষক নেতা এবং সাম্প্রতিক অতীতে কৃষকদের দাবি-দাওয়া নিয়ে বহু আন্দোলন করেছেন। এবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসনে প্রার্থী দিয়েছে সিপিএম। কিন্তু লোকসভা ভোটে যে মোদী ঝড় মহারাষ্ট্র সহ গোটা দেশেই কাজ করেছে, তার বিরুদ্ধে এখনও যথেষ্টই ছন্নছাড়া অবস্থা বিরোধীদের। এই পরিস্থিতিতেও মহারাষ্ট্রের নাসিক জেলায় কালওয়ান আসনে গাভিতের এগিয়ে থাকা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সিপিএম নেতৃত্ব। সূত্রের খবর, মহারাষ্ট্রের আরও ২-৩ টি আসনেও ভালোই লড়াই করছেন সিপিএম প্রার্থীরা।
Comments