পায়ে প্লাস্টার নিয়ে ফের নন্দীগ্রামে মমতা, শুক্র ও শনিবার করবেন কর্মিসভা, মন্দির দর্শন

আহত হওয়ার ৮ দিন পরে ফের নন্দীগ্রামে যাচ্ছেন তৃণমূল নেত্রী

১০ মার্চ নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে বিরুলিয়া বাজারে আহত হন প্রার্থী মমতা ব্যানার্জি। আর ঠিক ৮ দিন পরে ফের নন্দীগ্রামে যাচ্ছেন তৃণমূল নেত্রী। ১৯, ২০ মার্চ নিজের নির্বাচনী কেন্দ্রে যাবেন মমতা।
সূত্রের খবর, এই দফাতেও একাধিক মন্দির-মসজিদে যাবেন তৃণমূল নেত্রী। করবেন একাধিক কর্মিসভা। ২-৩ টি জনসভা করারও কথা আছে মমতার।

[আরও পড়ুন- ৬ মামলার কথা উল্লেখ নেই, মমতার প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনে শুভেন্দু]

মমতার আহত হওয়ার ঘটনায় বিস্তর জলঘোলা হয় রাজ্য রাজনীতিতে। মেদিনীপুর জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তাকে সরিয়ে দেয় কমিশন।
এদিকে তৃণমূল নেত্রী পায়ে প্লাস্টার নিয়েই ঘোষণা করেন, তিনি থেমে থাকবেন না। হুইল চেয়ারে করে ভোটের প্রচারে বেড়িয়ে পড়েছেন তৃণমূল নেত্রী। তৃণমূল সমর্থকরাও স্লোগান তুলেছে ভাঙা পায়েই ‘খেলা হবে’। আর এর মধ্যেই পায়ে প্লাস্টার নিয়ে ফের আন্দোলনের আঁতুড়ঘরে তৃণমূল নেত্রী। বিজেপির শুভেন্দুকে যে এক ইঞ্চি জমিও ছাড়তে প্রস্তুত নন, তা মমতার সফরসূচিতে স্পষ্ট, মত পর্যবেক্ষকদের একাংশের।

Comments are closed.