বিজেপির মিথ্যেয় ভুলবেন না, আপনারা সবাই নাগরিক, ফের কেন্দ্রকে নিশানা করে মমতা ব্যানার্জির ঘোষণা, এ রাজ্যে কিছুতেই সিএএ, এনআরসি ও এনপিআর প্রয়োগ করতে দেওয়া হবে না।
মঙ্গলবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক সভায় সংশোধিত নাগরিকত্ব আইন, নাগরিকপঞ্জি নিয়ে মোদী সরকারের দিকে ফের কটাক্ষ ছুড়ে দিয়ে মমতা বলেন, দিল্লি, উত্তরপ্রদেশে যা হচ্ছে তা লজ্জার। বাংলাকে কোনও ভাবেই দিল্লি করা যাবে না বলে বিজেপিকে হুঁশিয়ারি দেন তিনি। মমতার কথায়, দিল্লিতে যে ভাবে মানুষকে মারা হয়েছে তা ভয়াবহ ও লজ্জার। প্রসঙ্গত, সোমবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা অভিযোগ করেন, দিল্লির হিংসা পরিকল্পিত গণহত্যা। মঙ্গলবারও দিল্লির আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেও মমতা বলেন, কেন্দ্রের টাকার দরকার নেই, রাজ্যের সামাজিক সুরক্ষা থেকে স্বাস্থ্য সবকিছুর একক দায়িত্ব রাজ্যই নিতে পারবে। এরপরেই এনআরসি, সিএএ, এনপিআর নিয়ে মোদী সরকারের সমালোচনা করে মমতা বলেন, বিজেপির মিথ্যেয় ভুলবেন না। আপনার ছেলেমেয়ে স্কুলে পড়ে, আপনার ঠিকানা আছে, রেশন কার্ড, ভোটার কার্ড আছে, আপনারা সবাই নাগরিক। আলাদা করে আর নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে না। মমতার অভিযোগ, এনআরসি-র নামে অসমে বাঙালি, রাজবংশীদের খুন করতে পিছপা হচ্ছে না দুষ্কৃতীরা। সেখানে এনআরসিতে বাঙালি, রাজবংশী, হিন্দু, মুসলিম সবার নাম কাটা গিয়েছে। ওখানকার মতো বাংলায় কোনও ভাবে এনআরসি হবে না। মমতার কথায়, বাংলায় আমরা এখানে নিজের অধিকার নিয়ে থাকি। নাগরিকত্ব নিয়ে রাজ্যের মানুষের চিন্তার কিছু নেই বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
Comments are closed.