রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বুধবার বিধানসভায় বাজেট পেশের সময়ে তিনি ঘোষণা করেছেন, চলতি বছরের ১ এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। এই ঘোষণার পরে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল ১৮ শতাংশ।
এদিন বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তবে শুধুই সরকারি কর্মচারীদের কথাই ভেবে থেমে থাকেনি রাজ্য সরকার। এদিনের বাজেটে গ্রামীণ পরিষেবার দিকটিও দেখেছে রাজ্য। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও গ্রামবাংলার গরিব মানুষের পাশে দাঁড়িয়ে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে রাজ্য।
এদিন বাজেটে সেই প্রকল্পে অর্থ বরাদ্দ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলার বাড়ি প্রকল্পে ৯,৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন তিনি। একই সঙ্গে গ্রামবাংলায় পাকা রাস্তা তৈরিতেও নজর দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের ব্যয়ে ৩৭ হাজার কিমি গ্রামীণ রাস্তা তৈরি করেছে। পথশ্রী প্রকল্পে ১৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
Comments are closed.