চিকিৎসক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়, জুনিয়র ডাক্তারদের ভাতা বৃদ্ধির ঘোষণা

আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন সিনিয়র-জুনিয়র নির্বিশেষে রাজ্যের হাজার হাজার চিকিৎসক। বিভিন্ন ইস্যুতে ক্ষোভ ও সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল সরকারের সঙ্গে। সোমবার রাজ্যের জুনিয়র ডাক্তার ও এসআরদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী প্রাইভেট প্র্যাকটিসে পর্যন্ত কিছুটা ছাড় দেওয়ার কথা উঠে এল তাঁর গলায়।

সোমবার দুপুরে ‘চিকিৎসার আর এক নাম সেবা’ শীর্ষক সম্মেলনের আয়োজন করেছিল দি স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটি। অভয়াকে ‘বোন’ বলে ডেকে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তারদের ক্ষতে প্রলেপ দিলেন। তারপরই ঘোষণা করলেন ভাতা বৃদ্ধির কথা। আর তা মোটেই কম নয়, ১০ থেকে ২৫ হাজার টাকা। তবে পাশাপাশি তিনি এও জানিয়ে দেন, স্বাস্থ্যক্ষেত্রে কোনও রাজনীতি বরদাস্ত করা হবে না। ডাক্তারদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতি নয়, আপনাদের রং সেবার।

Comments are closed.