সলমন খান, অনিল কপূর, শত্রুঘ্ন সিনহা থেকে মহেশ ভট্ট, ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে চাঁদের হাট বসেছিল। আর সেই মঞ্চ থেকেই বলিউডকে বাংলায় এসে সিনেমা তৈরির আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।
তারকাদের উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ফিল্ম করো বেঙ্গল মে। বাংলায় এসে সিনেমা করুন। কী নেই এখানে। দার্জিলিং, কালিম্পং, মিরিক থেকে শত্রুঘ্ন জি-র আসানসোল। যেখানে ইচ্ছা এসে সিনেমার শুটিং করুন। সিনেমা তৈরির জন্য আহ্বানের পাশাপশি মুখ্যমন্ত্রী জানান, কিছুদিন আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে। সেখানেও সিনেমা জগৎকে শিল্প হিসেবে তুলে ধরছে পশ্চিমবঙ্গ সরকার।
হিন্দি ছবির পাশাপশি বাংলা ছবির কলাকুশলীদেরও কাজের প্রশংসা করেন এদিন মুখ্যমন্ত্রী।
Comments are closed.