উপনির্বাচনে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। বুধবার চেতলার অহিন্দ্র মঞ্চে একগুচ্ছ হেভিওয়েট নেতা-মন্ত্রী সহ স্থানীয় কর্মীদের নিয়ে প্রথম কর্মীসভা করলেন তৃণমূল নেত্রী। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দিদি’ জিতবে বলে ভোটটা হেলাফেলা করে করলে হবে না। সিরিয়াসলি ভোট করতে হবে। ভবানীপুরের প্রতিটি ভোটারের দরজায় পৌঁছাতে হবে। তারপরেই লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ২৪ এর দিকে তাকিয়ে এটা কিন্তু বড় খেলা।
পাশাপাশি ভবানীপুরের প্রাক্তন বিধায়ক শোভনদেব চ্যাটার্জি যে খরদহ থেকেই দাঁড়াচ্ছেন এদিন তাতে সিলমোহর দেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে তিনি জানান, ভবানীপুরে তাঁর চিফ ইলেকশন এজেন্ট হচ্ছেন বৈশ্বানর চ্যাটার্জি।
এদিন কর্মী সভায় সুব্রত বক্সী, সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, পার্থ চ্যাটার্জি, কল্যাণ ব্যানার্জি, মালা সাহা, মদন মিত্ররা উপস্থিত ছিলেন। ববি হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র, সুব্রত বক্সীদের ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেন তৃণমূল নেত্রী।
১০ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা দিতে যাবেন বলে জানান তিনি। কর্মীদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বলেন, কোভিড বিধি মেনে সেদিন যেন বেশি জমায়েত না হয়।
Comments are closed.