দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর, কটাক্ষ সিপিএম-কংগ্রেসকেও 

১৪ দিনে ১২ বার বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। জ্বালানির দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যা নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। সোমবার এনিয়ে ফের একবার কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, গোটা ভারতে দ্রব্যমূল্য বৃদ্ধির যে আগুন লেগেছে তার সম্পূর্ণ দায়িত্ব বিজেপির। চার রাজ্যে ভোটে জেতার পরই এটা বিজেপির রিটার্ন গিফ্ট। তিনি আরও বলেন, কেন্দ্রের উচিত কী করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা। এদিন বিজেপির সঙ্গে সিপিএম, কংগ্রেসকেও একযোগে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী। বলেন, বিজেপি বোকা, সিপিএম ওদের দিচ্ছে ধোকা আর কংগ্রেসটা পোকা। 

এদিন ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়াশোনা নিয়েও কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, আমি ইউক্রেন থেকে  ফেরা ডাক্তারি পড়ুয়াদের এখানে সুযোগ দিতে চেয়েছিলাম। কেন্দ্র রাজি হয়নি। একই সঙ্গে এদিন রাজ্যপালের ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সমস্ত অ-বিজেপি রাজ্যগুলিকে রাজ্যপাল দিয়ে ‘জ্বালাতন’ করছে কেন্দ্র। বাংলাতেও রাজ্যপাল সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।   

Comments are closed.