বামেরা যা করে গিয়েছে, একদিনে তার বদল আনতে পারবো না; পঞ্চায়েত ভোটে হিংসা প্রসঙ্গে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
রাজ্যে পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে বিরোধীদের জবাব দিতে গিয়ে ফের একবার সিপিএমকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। যা না ঘটলে ভাল হতো। কিন্তু বামেরা যা করে গিয়েছে। তাতে একদিনে আমি পারব না বদল করতে। পাশাপাশি অভিষেক ব্যানার্জির কর্মসূচির প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রী বলেন, আর এই কারণেই নবজোয়ার করা হয়েছিল।
পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ তুলে বিধানসভায় মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপি। বিজেপির আনা একগুচ্ছ অভিযোগের জবাব দিতে গিয়ে এদিন একের পর আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপিকেও এদিন একহাত নিয়েছেন তিনি। তাঁর কথায়, খেজুরিতে কারা ঘর পুড়িয়েছে? নন্দীগ্রামে কে অত্যাচার করছে? মহিলাদের ধর্ষণ করবে বলছে। নন্দীগ্রামে আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে। এসএসকেএম-এ ভর্তি ছিল। আমি দেখতে গিয়েছি।
এদিন দুপুর তিনটে নাগাদ বক্তব্য রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর বক্তৃতা শুরুর কিছুক্ষণের মধ্যেই এদিন কালো পতাকা দেখিয়ে অধিবেশন ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়কেরা।
Comments are closed.