বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। শাসক বিরোধী তরজা চলছেই। এবার তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর অভিযোগ, বন্দে ভারতে পাথর ছুড়ে বাংলাকে বদনাম করা হচ্ছে। সেই সঙ্গে তৃণমূল নেত্রীর আরও সংযোজন, বিহারের মানুষের বন্দে ভারত নিয়ে ক্ষোভ থাকতেই পারে।
বৃহস্পতিবারই রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারতে দ্বিতীয়বার যে পাথর ছোড়া হয়েছিল, তা বাংলা নয় বরং বিহার থেকে হয়েছে। এর পরেই রেলের বক্তব্যকে হাতিয়ার করে বিরোধীদের একহাত নিয়েছে তৃণমূল। এদিন এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে বলেন, বন্দে ভারতে পাথর ছোড়ায় বাংলাকে বদনাম করা হচ্ছে। বিহারের মানুষের ওই ট্রেন নিয়ে ক্ষোভ থাকতেই পারে। বিহার এখনও বন্দে ভারতের একটিও ট্রেন পায়নি কেন? ওখানে বিজেপি সরকার নেই বলে?
আবাস যোজনার অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল এসেছে। এদিন এ নিয়েও বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূল নেত্রী। তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক কারণে যখন খুশি টিম পাঠিয়ে দিচ্ছে কেন্দ্র। তাঁর কটাক্ষ, আর কত টিম পাঠাবেন? ১০০ দিনের টাকা না পাওয়া নিয়েও এদিন ফের একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, ১০০ দিনের টাকার জন্য আর কতবার বলতে হবে? কেন্দ্র ১০০ দিনের টাকা দিয়ে কোনও দয়া করছে না।
উল্লেখ্য, এদিন রেলের তরফে বন্দে ভারত আক্রমণের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, বন্দে ভারতে দ্বিতীয়বার পাথর ছোড়া হয়েছিল প্রতিবেশী রাজ্য বিহার থেকে।
Comments are closed.