বীরভূম থেকে কলকাতা ফেরার পথে আচমকাই একটি আদিবাসী গ্রামে থামে মুখ্যমন্ত্রীর কনভয়। গাড়ি থেকে নেমে বল্লভপুর গ্রামে ঢুকে যান মমতা ব্যানার্জি। চোখের সামনে মুখ্যমন্ত্রীকে দেখে তখন অবাক সবাই।
এভাবে একজন মুখ্যমন্ত্রী গ্রামে ঢুকে সাধারণ মানুষের মতো কথা বলবেন তার জন্য প্রস্তুত ছিলেন না গ্রামবাসীরা। মুখ্যমন্ত্রী নিজে সেই অস্বস্তি কাটিয়ে কথা বলা শুরু করেন। তাঁকে সামনে পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসীরা।
মমতা ব্যানার্জি গ্রামের পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। সরকারি প্রকল্পের সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কিনা জানতে চান। কোথাও কোনও অসুবিধা হচ্ছে না তো? গ্রামবাসীদের জিজ্ঞেস করেন তিনি।
গ্রামেই একটি চায়ের দোকানের সামনে দাঁড়ান মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে সটান ঢুকেও পড়েন দোকানে। তখন দুপুরের রান্না হচ্ছিল।
কী রান্না হচ্ছে?
জিজ্ঞেস করেন মমতা। তারপর নিজেই খুন্তি নিয়ে আলু-বরবটির তরকারি রান্না করতে শুরু করেন।
বেশ কিছুক্ষণ আদিবাসী গ্রামে কাটানোর পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় মুখ্যমন্ত্রীর কনভয়।
Comments are closed.