বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার চাকলায় নবরূপে সেজে ওঠে লোকনাথ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর নির্দেশেই মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছিল। এদিন মন্দির উদ্বোধনের পাশাপশি সেখানে পুজোও দেন মুখ্যমন্ত্রী।
এদিন সর্বোধর্ম সম্বনয়ের বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন থেকে মতুয়া, রাজবংশী সকলে একসঙ্গে একে ওপরের উৎসবে সামিল হন। মন্দির উদ্বোধনের পাশাপশি এদিন নাম না করে বিজেপিকে খোঁচাও দেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল নেত্রীর কথায়, ভোট এলে অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করেন। আর সারা বছর অত্যাচার করে। আমরা সেটা করি না। ধর্ম মানে আমাদের কাছে ভালোবাসা, মায়ের শাড়ির আঁচলের মতো। মা যেভাবে আঁচল দিয়ে আগলে রাখে, যত্ন নেয়, আমরাও সেই ভাবে বাংলার পরস্পরকে আঁকড়ে রেখেছি। একতাই বাংলার শক্তি। রাজ্যের বাকি তীর্থস্থানগুলোর উন্নতির ক্ষেত্রেও রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.