লন্ডনের উদ্দেশে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক কর্মসূচি রয়েছে তাঁর

লন্ডনের উদ্দেশে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে যাত্রা শুরু করেন তিনি।
বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা, একাধিক কর্মসূচি রয়েছে মুখ‍্যমন্ত্রীর। কলকাতা থেকে লন্ডন যাওয়ার সরাসরি বিমান পরিষেবা চালু করা নিয়ে তিনি ফের উদ্যোগী হবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি বিধানসভায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কলকাতা থেকে ইউরোপগামী ডিরেক্ট উড়ান চালু করার পক্ষে সওয়াল করেন। নবান্নে ট্রাভেল এজেন্টদের দু’টি সর্বভারতীয় সংগঠনের সঙ্গে সরকারের বৈঠক হয়েছিল। সেই বৈঠকেও কলকাতা–লন্ডন ডিরেক্ট বিমান পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে। একদা কলকাতা থেকে এয়ার ইন্ডিয়া, ব্রিটিশ এয়ারওয়েজ়–সহ একাধিক সংস্থা ইউরোপগামী ফ্লাইট চালাত। কলকাতা থেকে পশ্চিম এশিয়াগামী বিমান পরিষেবা থাকলেও ইউরোপগামী বিমান পরিষেবা বহু বছর বন্ধ হয়ে গিয়েছে।
শনিবার সন্ধ্যায় লন্ডনের ফ্লাইট ধরেছেন মমতা। হিথরো বিমানবন্দরে সাবস্টেশনে অগ্নিকাণ্ডের জেরে তাঁর সফর সামান্য পিছোতে হয়। দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.