অনিয়মের অভিযোগে বাংলার একশো দিনের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। অথচ সবথেকে বেশি ভুয়ো জীবকার্ডের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? বুধবার উত্তরবঙ্গ যাওয়ার আগে এভাবেই কেন্দ্রকে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী।
একশো দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে ওঠা অভিযোগের তদন্তে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন সে সম্পর্কেও ফের একবার বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী। নাম না করে তৃণমূল নেত্রীর কটাক্ষ, ওঁরা পকেটমার, মানুষের পকেট কাটছে। এর আগে ৭০টি দল এসেছে। আরও দল আসুক। এরাই বিজেপিকে রাজনৈতিক অক্সিজেন যোগাচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, সাংসদেই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দেশের মধ্যে ভুয়ো জবকার্ডে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। ওদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলার বকেয়া পাওনা আটকে রাখলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন?
Comments are closed.