ডজন ডজন ইঞ্জিনের কাজ করেছি ডবল ইঞ্জিন দেখাচ্ছে! বারাকপুরে অর্জুনকে বিঁধলেন মমতা
কাজ করলেই হয় না, দেমাগ থাকা দরকার, তাই অমিত দার খড়দা আর মঙ্গল পাণ্ডের বারাকপুরে দুষ্টু-মিষ্টি ক্যান্ডিডেট দিয়েছি। বারাকপুরে রাজ আমার মিষ্টি ক্যান্ডিডেট। আর খড়দহর কাজল হল দুষ্টু। দুজনেই কাজের ছেলে। কিন্তু শুধু কাজ করলেই হয় না। তাই কাজল এটা পারবে।
অর্জুন সিংহের নির্বাচনী কেন্দ্র বারাকপুরে প্রচারে গিয়ে বললেন মমতা ব্যানার্জি। নাম না করে একদা অনুগামীকে বিঁধলেন তোলাবাজ বলে। মমতার কথায়, বাড়ির নাম মজদুর ভবন আর বাড়িতে বোম রাখে, বোম মারে! জনতাকে মমতার প্রশ্ন, এমপি ইলেকশনের পর কী হয়েছিল মনে আছে? তখন কিন্তু আমি এসে আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমার গাড়ি ঘরে ধরে গালিগালাজ করেছে। কিন্তু আমি এসেছিলাম। বলেন মমতা। মানুষের রক্ত নিয়ে যারা খুনোখুনি করেন তারা মানুষ? দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আগে বাংলা বাঁচান। তারপর দেশ বাঁচাব। বাংলাই পথ দেখাবে, বলেন মমতা।
মমতার প্রশ্ন, কী করেছ তোমরা? গান্ধীজিকে নেতা মানো না! তুমি আমাকে দেশপ্রেম শেখাবে? জনতার উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর আহবান, এটা বাংলাকে বাঁচানোর লড়াই। আগে বাংলা ভাসাকে বাঁচাব তারপর হিন্দিকে বাঁচাব। এটা ভারতবর্ষকে বাঁচানোর লড়াই।
Comments are closed.