সংসদে রং স্প্রে নিয়ে তাণ্ডব এবং তা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে সংসদে চলতি অধিবেশনে নিরাপত্তা নিয়ে বিরোধী সাংসদরা সোচ্চার হন। আর যার জেরেই তৃণমূল-সহ মোট ৩৩ বিরোধী সাংসদকে অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করেছেন স্পিকার ওম বিড়লা। আর এ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি। ক্ষোভ প্রকাশ করে এদিন তিনি বলেন, যা চলছে তা একেবারেই কাঙ্খিত নয়। আমি ভাগ্যবান যে এখন আর সাংসদ নই।
এদিন দিল্লির বঙ্গভবনে সংসদীয় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংসদদের সাসপেনশন খবর শুনে কার্যত ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, সংসদে যা চলছে তা মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, আমি ভাগ্যবান যে আমি এখন আর সাংসদ নই।
এদিন মুখ্যমন্ত্রীর বৈঠকে তৃণমূলের লোকসভার ও রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন,কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রও।
Comments are closed.