৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। নির্বাচন ঘিরে শাসক শিবিরের প্রস্তুতি তুঙ্গে। শুক্রবার মনোনয়ন জমা দেবেন তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। অহিন্দ্র মঞ্চে কর্মিসভাতে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, গণেশ চতূর্থীর দিন তিনি মনোনয়ন জমা দেবেন।
জানা গিয়েছে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ আলিপুর সার্ভে বিল্ডিং-এ গিয়ে নিজের মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল সুপ্রিমো। করোনা বিধির কারণে আগেই জানিয়েছিলেন মনোয়ন পেশ করার সময় যেন বেশি জমায়েত না হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই যাতে মনোনয়ন পেশের কর্মসূচি ‘ভিড়হীন’ থাকে সেদিকে নজর দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, মনোনয়ন জমা দেওয়ার সময় মুখ্যামন্ত্রীর সঙ্গে থাকবেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত বক্সী।
উল্লেখ্য একুশের বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন শোভন চ্যাটার্জি। তিনি খরদাহ কেন্দ্র থেকে লড়বেন।
Comments are closed.