সদ্য জয়ী তিন বিধানসভা কেন্দ্রে ভোটারদের ধন্যবাদ দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, ৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর খড়গপুরে যাওয়ার কথা। তারপর করিমপুর ও কালিয়াগঞ্জও যাবেন। তিনটি কেন্দ্রেই তৃণমুল নেত্রী জনসভাও করতে পারেন। এছাড়া, ১১ এবং ১২ ডিসেম্বর দিঘার কনভেনশন সেন্টারে বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি।
এদিকে সোমবার মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, বুলবুলের ক্ষতিপূরণ হিসেবে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত একটি টাকাও দেয়নি। বুলবুলের তাণ্ডবে ২৩ হাজার কোটি টাকার ক্ষতি হয় বলে রাজ্য সরকার কেন্দ্রকে রিপোর্ট দিয়েছিল। মমতা বলেন, আজ পর্যন্ত কেন্দ্রের থেকে আমরা কিছুই পাইনি। আমাদের নিজস্ব তহবিল থেকেই যা খরচ করার করেছি।
প্রসঙ্গত, বুলবুল হানার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীকে ফোন করে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। এমনকী কেন্দ্রের তরফে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে সমীক্ষক দলও পাঠানো হয়েছিল।
এদিকে সোমবার মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, বুলবুলের ক্ষতিপূরণ হিসেবে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত একটি টাকাও দেয়নি। বুলবুলের তাণ্ডবে ২৩ হাজার কোটি টাকার ক্ষতি হয় বলে রাজ্য সরকার কেন্দ্রকে রিপোর্ট দিয়েছিল। মমতা বলেন, আজ পর্যন্ত কেন্দ্রের থেকে আমরা কিছুই পাইনি। আমাদের নিজস্ব তহবিল থেকেই যা খরচ করার করেছি।
প্রসঙ্গত, বুলবুল হানার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীকে ফোন করে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। এমনকী কেন্দ্রের তরফে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে সমীক্ষক দলও পাঠানো হয়েছিল।
Comments are closed.