সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে আলু, পেঁয়াজ ও অন্যান্য আনাজ বিক্রির জন্য সুফল বাংলা স্টল চালু করেছে রাজ্য সরকার। কিন্তু সেই স্টল নিয়েই সাধারণ মানুষের থেকে একাধিক অভিযোগ আসায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সুফল বাংলা স্টলে নজরদারি বাড়াতে বসছে সিসিটিভি। সরকারি সূত্রের খবর, রাজ্যের মোট ৪৮টি ‘সুফল বাংলা’ স্টলে আধুনিক মানের ক্লোজ়ড সার্কিট ক্যামেরা বসাবে কৃষি বিপণন দপ্তর।
আপাতত সুফল বাংলার যে সব স্থায়ী দোকান রয়েছে, সেখানেই সিসিটিভি ক্যামেরা বসানো হবে। পরে ভ্রাম্যমাণ স্টলেও ক্যামেরা বসানোর ভাবনাচিন্তা রয়েছে। দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অনেকেই এখন সুফল বাংলা স্টলে ভিড় করছেন।
অভিযোগ উঠছে, বহু জায়গায় স্টলে নিম্নমানের শাক–সব্জি বিক্রি করা হচ্ছে। চাষিদের কাছ থেকে না কিনে পাইকারি বাজার থেকে নিম্নমানের শাক–সব্জি কিনে সুফল বাংলা স্টলে বিক্রি করা হচ্ছে। আবার সাধারণ মানুষকে বঞ্চিত করে সুফল বাংলার আনাজ হোটেল–রেস্তোরাঁয় সরবরাহ করার অভিযোগও রয়েছে।
কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভ্রাম্যমাণ এবং স্থায়ী স্টল মিলিয়ে রাজ্যে এই মুহূর্তে প্রায় ৬০০–র কাছাকাছি সুফল বাংলার স্টল রয়েছে। তার মধ্যে স্থায়ী স্টল ৬৯টি। প্রতিটি স্টল সিসিটিভি নেটওয়ার্কের আওতায় আনা হবে।
Comments are closed.