ভাবিনি কলকাতায় এসে এত সমর্থন পাব; শহরে পা রেখে বললেন মার্তিনেজ 

অপেক্ষার অবসান। অবশেষে কলকাতায় পা রাখলেন কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ান মার্তিনেজ। এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে যান রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এছাড়াও বিমানবন্দরের বাইরে তখন  বিশ্বকাপজয়ীকে স্বাগত জানাতে হাজির কাতারে কাতারে দর্শক। অনেকের হাতে আর্জেন্টার পতাকা। আর এসব দেখে মেসিদের সতীর্থের প্রতিক্রিয়া, ভাবতে পারিনি, কলকাতায় এসে এত সমর্থক পাব। এখানকার মানুষ যে ফুটবল পাগল তা বুঝতে পারছি। এত সমর্থক এখানে এসেছে। সেই সঙ্গে গোল্ডেন গ্লাভস জয়ীর সংযোজন, মোহনবাগান ক্লাবে যাওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি।

সোমবার কলকাতায় পৌঁছে গেলেও এদিন তাঁর কোনও অনুষ্ঠান নেই। আজকের দিনটা তিনি বিশ্রাম নেবেন। মঙ্গলবার একাধিক জায়গায় যাবেন মার্তিনেজ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে একটি আলোচনাতেও যোগ দেবেন তিনি। এরপর বিকেলের দিকে যাবেন মোহনবাগান ক্লাবে। সেখানেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। মিলনমেলার অনুষ্ঠানে ইস্টবেঙ্গল কর্তারাও উপস্থিত থেকে মার্তিনেজকে সংবর্ধনা দেবেন।

Comments are closed.