কুম্ভ মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রনে আসেনি। দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে আগুন নেভানোর কাজ করছে। ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিববার বিকেলে ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের তাঁবুতে। প্রায় পঞ্চাশটি তাঁবু আগুনে পুড়েছে। অবধি হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় মেলা চত্বরে। যে কারণে অনেকেই আহত হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
মেলা চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে রাখার পরেও কী করে আগুন লাগল তার খোঁজ চলছে। দমকলের আধিকারিকরা মনে করছেন, যেহেতু বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, হয় তো রান্নার গ্যাসের থেকেই আগুন লেগেছে। আখড়া থানা জানিয়েছেন, দু’টি সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে। অস্থায়ী তাঁবুগুলিতে রান্নার ব্যবস্থা থাকে। যদিও আগুন লাগার কারণ আসলে সিলিন্ডার বিস্ফোরণ কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
Comments are closed.