বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধেয়ে আসছে কী ঘূর্ণিঝড় যশ? কী বলছে হাওয়া অফিস?

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে নিম্নচাপ

আমফানের ক্ষত বঙ্গবাসীর মনে এখনও দগদগে। বছর ঘুরতেই ফের বাংলায় আছড়ে পড়তে চলেছে কি তেমনই কোনও ঘূর্ণিঝড়? এমনই আশঙ্কা করছে আবহাওয়া দফতর। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে নিম্নচাপ। যা ঘূর্ণাবর্তে পরিবর্তিত হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

মাঝে দু’দিন বৃষ্টি হলেও, টানা কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। এসবের মাঝেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার, ২৩ মে নাগাদ আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘যশ’এর তীব্রতা আমফানের থেকেও বেশি হতে পারে। এবং ঝড়ের অভিমুখ সুন্দরবনের দিকে থাকতে পারে। তারপর অবশ্য গতি পরিবর্তন করে চলে যেতে পারে বাংলাদেশে।

আবহাওয়াবিদরা জানাচ্ছে, বর্তমানে সাগরের তাপমাত্রা বেশি। ফলে নিম্নচাপের সম্ভাবনা থেকে যায়। ২৩ মে নাগাদ তেমনই একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই সম্ভাবনার কথাই তাঁরা বলছেন। শুধু তাই নয়, ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দ্রুত শক্তি বাড়িয়ে নিতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। তবে এখনও যা পরিস্থিতি তাতে ঘূর্ণিঝড় আসবেই এমন দাবি করছেন না আবহবিদরা।

গতবছর করোনার প্রথম ধাক্কার সময় বঙ্গে আছড়ে পড়েছিল আমফান। এবারও করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ও কি আগের বছরের মতোই ভয়াবহ অবস্থার পুনরাবৃত্তি হবে?

Comments are closed.