কোভিডে মা-বাবা হারানো শিশুদের দায়িত্ব নিলেন কেজরিওয়াল, আর্থিক অনুদান, বিনামূল্যে পড়াশোনা

কোভিডে মা-বাবা হারানো শিশুদের মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে

কোভিডের কারণে মা-বাবা হারা শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তিনি ঘোষণা করেছেন, কোভিডে মা-বাবা হারানো শিশুদের মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। তাঁদের ২৫ বছর পর্যন্ত এই টাকা দেবে দিল্লি সরকার। এছাড়াও তাদের পড়াশোনার খরচ পুরোটাই দেবে দিল্লি সরকার। ৭২ লক্ষ গরীব পরিবারে ১০ কেজি করে ফ্রি রেশন দেওয়ার ঘোষণা করেন তিনি। সেইসব পরিবারের উপার্জনের প্রমানপত্র ছাড়াই দেওয়া হবে রেশন।

দিল্লির মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ১০ কেজি রেশনের মধ্যে ৫ কেজি দেবে রাজ্য সরকার। আর বাকি ৫ কেজি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে। এ জন্য রেশন কার্ড থাকা বাধ্যতামূলক নয় বলেই জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

পরিবারের একমাত্র উপার্জনকারীর করোনায় মৃত্যু হলে পরিবার মাসে ২৫০০ টাকা করে পাবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই ব্যক্তি যদি বিয়ে না করেন, তবে তাঁর মা বাবা টাকা পাবেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে হাহাকার দেখেছে দিল্লি। বাচ্চাদের খেলার পার্কে অস্থায়ী শ্মশান করতে হয়েছে। অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে মৃত্যু হয়েছে বহু মানুষের। গত দু’দিন সংক্রমণ খানিকটা কম, কিন্তু মানুষের হয়রানি কমেনি। এই পরিস্থিতিতে কেজরিওয়ালের ঘোষণায় খানিক সুরাহা মিলবে বলে মনে করছেন দিল্লিবাসী।

Comments are closed.