এ বছরের পুজো অনেক দিক থেকেই বিশেষ ছিল। গত দু’বছরের কার্যত বন্দিদশা কাটিয়ে এ বছর পুজোয় রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। বাড়তি উৎসাহ দেখা গিয়েছে মেট্রোর ভিড়েও। তৃতীয়া থেকেই কার্যত রেকগুলোতে পা রাখা যাচ্চিল না। পঞ্চম এবং সপ্তমীর ভিড়তো এক কথায় সব রেকর্ড ভেঙে দেয়। এর মধ্যেই মেট্রোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এ বছর পুজোয় রেকর্ড সংখ্যক মানুষ মেট্রোয় চড়েছেন। আয়ের দিক থেকে কলকাতা মেট্রো সব রেকর্ড ভেঙে দিয়েছে।
শহরের লাইফ লাইন মেট্রো। কোনও জায়গায় নির্বিঘ্নে দ্রুত পৌঁছতে হলে মেট্রোর জুড়ি মেলা ভার। পুজোয় তাই কলকাতায় ঠাকুর দেখতে সিংহভাগ সাধারণ মানুষই মেট্রোকে ব্যবহার করেন। উত্তররের ঠাকুর দেখে পুজোর ভিড় এড়িয়ে এক নিমিষে দক্ষিণের পুজো প্যান্ডেলগুলোতে একমাত্র মেট্রোয় পারে পৌঁছে দিতে। মেট্রোর তরফে জানানো হয়েছে, এবারের রোজগার অতীতের সব পুজোর রেকর্ড ভেঙে দিয়েছে। মেট্রোর বিবৃতিতে বলা হয়েছে, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৩৯ লক্ষ ২০ হাজার ৭৮৯জন যাত্রী চড়েছেন। আর এই ক’দিনে মেট্রোর মোট রোজগার হয়েছে, ৬ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৫৬ টাকা।
Comments are closed.