পুজোর শহরে মেট্রোর লক্ষ্মী লাভ; ষষ্ঠীর দিনও রোজগার কোটির ওপরে

করোনার কোপ কাটিয়ে দু’বছর পর চেনা ছন্দে পুজো। মাঝের দু’বছর মহামারী আতঙ্ক থাকায় অনেকেই ঘর বন্দি ছিলেন। এবারের পুজো ঘিরে তাই বাড়তি উৎসাহ রাজ্যবাসীর। মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়েছে, যত দিন যাচ্ছে ভিড় বাড়ছে লাফিয়ে। ভিড়ের নিরিখে অতীতের সব রেকর্ড ভাঙছে মেট্রোও। জানা গিয়েছে, পঞ্চমীতে মেট্রো চড়েছিলেন প্রায় সাড়ে সাত লক্ষ। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ষষ্ঠীতে সেই সংখ্যা আরও ছাপিয়ে যাবে বলে খবর। যার ফলে শুধু সষ্ঠীর দিনই মেট্রোর আয় ১ কোটির ওপরে যাবে বলে আশা করছেন কর্তারা। 

জানা গিয়েছে, পঞ্চমীর দিন মেট্রো আয় করেছে ১ কোটি ১৯ লক্ষ ৪৬ হাজার টাকা। ষষ্ঠীর দিন সেই সংখ্যাটা আরও বাড়বে বলেই মেট্রো কর্তৃপক্ষ আশা করছেন। প্রসঙ্গত, ২০২০ সালের পর চতুর্থীর দিন ভিড়ে রেকর্ড করেছিল মেট্রো। পঞ্চমীর দিন সেই রেকর্ডও ছাপিয়ে যায়। ষষ্ঠীর দিন এখনও পর্যন্ত যে পরিমাণ যাত্রী মেট্রো চড়েছেন, পঞ্চমীর রেকর্ডকেও ভেঙে দেবে বলেই মনে করা হচ্ছে। 

 

Comments are closed.