ভিড় বেড়েই চলেছে; যাত্রী সুরক্ষায় একাধিক পদক্ষেপ নিচ্ছে কলকাতা মেট্রো 

দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে। তৃতীয়াতেই গত বারের ষষ্ঠীর ভিড়কে ছাপিয়ে গিয়েছে মেট্রো। পঞ্চমীতেও রেকর্ড সংখ্যক যাত্রী হয়েছে। এই অবস্থায়, পুজোর ক’দিন যাত্রী নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। 

জানা গিয়েছে, যে সব স্টেশনে বেশি ভিড়ের সম্ভাবনা থাকছে সেখানে অতিরিক্ত রেল পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রাখা হচ্ছে কুইক রেসপন্স টিম। প্রতিটি স্টেশনেই এই বিশেষ দলের ব্যবস্থা থাকছে। 

মেট্রোর প্রতিটি রুটেই একাধিক বড় বড় পুজো রয়েছে। কয়েকটি স্টেশনে তাই মাত্রাতিরিক্ত ভিড়ের আশঙ্কা থাকছেই। কুইক রেসপন্স টিমের পাশাপাশি থাকছে বিপর্যয় মোকাবিলা দলও। এছাড়াও মহিলা ও শিশুদের নিরাপত্তায় মহিলা পুলিশের সংখ্যাও বাড়ানো হচ্ছে। এছাড়াও সিভিল ড্রেসেও অসংখ্য পুলিশ নজরদারি চালাবে। সব মিলিয়ে পুজোর কয়েকটি দিন যাত্রী নিরাপত্তায় একাধিক পরিকল্পনা করছে কলকাতা মেট্রো। 

Comments are closed.