আমেরিকার প্রেসিডেন্ট হলে ব্লুমবার্গ বিক্রি করে দেব, ঘোষণা মাইকেল ব্লুমবার্গের
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে ব্লুমবার্গ সংস্থা বিক্রি করে দেবেন বলে ঘোষণা করলেন মাইকেল ব্লুমবার্গ। বিশ্ববিখ্যাত ব্লুমবার্গ এলপি ফিনান্সিয়াল ইনফর্মেশন সংস্থার মাধ্যমেই বিলিওনিয়ার হওয়া ডেমোক্র্যাটিক দলের প্রার্থী মাইকেল ব্লুমবার্গ জানান, আগামী নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে হোয়াইট হাউসে বসলে পুরো ব্লুমবার্গ সংস্থা বিক্রি করে দেবেন। মঙ্গলবার তাঁর নির্বাচনী প্রচারেই তা পরিষ্কার করে দেওয়া হয়।
আগামী ৩ নভেম্বর নির্বাচনে রিপাব্লিকান প্রার্থী তথা আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে তৈরি হচ্ছেন নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র তথা ব্লুমবার্গের কর্ণধার মাইকেল। ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধিদের মধ্যে ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে তাঁকে। মঙ্গলবার মাইকেলের ক্যাম্পেনের সময় তাঁর মুখপাত্র গালিয়া স্লেয়ান জানান, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে মাইকেল তাঁর ব্লুমবার্গ এলপি সংস্থা বেচে দেবেন।
প্রসঙ্গত, বিশ্ববিখ্যাত সংস্থা ব্লুমবার্গ এলপি ওয়াল স্ট্রিট ফার্মকে আর্থিক তথ্য প্রদান করে। তা ছাড়া ১৯৮১ সালে তৈরি হওয়া সংস্থাটি খবরের জগতে বিখ্যাত। রয়েছে সফটওয়্যারের ব্যবসা। ২০১৯ সালে প্রায় ১০ বিলিয়ন ডলার রাজস্ব লাভ করা সংস্থাটির নিউজ সার্ভিসের প্রধানতম প্রতিদ্বন্দ্বী সংবাদসংস্থা রয়টার্স। ২০২০ সালে ফেব্রুয়ারিতে আমেরিকার নবম ও বিশ্বের দ্বাদশ ধনী হিসেবে নাম লিখিয়েছেন মাইকেল। প্রায় ২০ বছর সংস্থার চেয়ারম্যানের পদে রয়েছেন তিনি। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৬১.৮ বিলিয়ন ডলার। এমন একটি সংস্থাকেই প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিক্রি করে দেওয়ার ঘোষণা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী মাইকেল ব্লুমবার্গ।
Comments are closed.