রাজ্যের পাঠ্যপুস্তকে মিলখা সিংহকে নিয়ে লেখায় ফারহান আখতারের ছবি, খতিয়ে দেখছে রাজ্য

রাজ্যের এক পাঠ্যপুস্তকে ভারতের অন্যতম সেরা ক্রীড়াবিদ এবং প্রাক্তন অলিম্পিয়ান মিলখা সিংহের ছবি হিসাবে অভিনেতা ফারহান আখতারের ছবি ব্যবহারের অভিযোগ উঠল। ফারহান নিজেই রবিবার ট্যুইট করে বিষয়টি জানানোর পর, বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জনৈক এক ব্যক্তির ট্যুইট শেয়ার করে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে ওই পোস্টে ফারহান লেখেন, রাজ্যের এক পাঠ্য পুস্তকে মিলখা সিংহের ছবি ভুলভাবে ব্যবহৃত হয়েছে। মিলখা সিংহের জায়গায় তাঁর ছবি ব্যবহার করা হয়েছে, দয়া করে সংশ্লিষ্ট প্রকাশকের সঙ্গে কথা বলে এই ভুল শোধরানোর ব্যবস্থা করা হোক। নিজের এই পোস্টটিতে ফারহান তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকেও ট্যাগ করে দেন।

এর উত্তর দিয়েছেন ডেরেক। ট্যুইটে ফারহান আখতারকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল সাংসদ লিখেছেন, বিষয়টি নিয়ে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। শিক্ষামন্ত্রী তাঁকে জানিয়েছেন, সরকারি কোনও পাঠ্যপুস্তকে এই ভুল নেই। রাজ্য সরকারের তরফে এই বই প্রকাশও করা হয়নি। চেষ্টা চলছে সংশ্লিষ্ট প্রকাশকের সঙ্গে যোগাযোগ করে আগামী প্রকাশনাগুলিতে এই ভুল শুধরে নেওয়ার। প্রসঙ্গত, মিলখা সিংহকে নিয়ে হিন্দি সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আখতার। সেই কারণেই এই ভুল বলে মনে করা হচ্ছে।

Comments are closed.