আইজলের বিরুদ্ধে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আই লিগ। বহুপ্রতিক্ষিত প্রতিযোগিতা শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। ৩০ নভেম্বর আইজলের বিরুদ্ধে ম্যাচ যে কঠিন হবে তা ভালই জানেন মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন তাঁর দল আই লিগের জন্য পুরোপুরি তৈরি। ডুরান্ড কাপ, কলকাতা লিগ এবং বাংলাদেশের শেখ কামাল আন্তর্জাতিক প্রতিযোগিতা। তিনটি প্রতিযোগিতায় খেলা হয়ে গেছে মোহনবাগানের। কিন্তু সাফল্য আসেনি। তাই আই লিগের শুরুটা ভালো করতে না পারলে যে চাপ বাড়বে মোহনবাগান কোচের উপর কিবু ভিকুনা ভালই জানেন।
আইজলে খেলতে যাওয়ার আগে বুধবার ঘরের মাঠে শেষ অনুশীলন ছিল মোহনবাগানের। মঙ্গলবার সন্ধ্যাবেলা বেতন সমস্যা মিটে যাওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন ফুটবলাররা। টানা দু’ঘণ্টা অনুশীলনের পরেও ক্লান্তির ছাপ ছিল না তাদের মুখে। কলকাতায় শেষ অনুশীলনের পরে মোহনবাগান কোচ জানালেন, ‘আমরা গোটা মরসুমে বেশকিছু প্রতিযোগিতামূলক ম্যাচে এবং প্রস্তুতি ম্যাচ খেলেছি। তবে আসল প্রতিযোগিতা এবার শুরু। আইজল বেশ কঠিন প্রতিপক্ষ। ওদের তিনজন ভালো বিদেশি আছে। দুজন উইঙ্গার বেশ গতিতে আক্রমণ শানাতে পারে। তবে আমরা আত্মবিশ্বাসী। আই লিগের জন্য আমরা পুরোপুরি ভাবে তৈরি।’স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরোকে নিয়ে বারবার প্রশ্ন উঠলেও মোহনবাগান কোচ কিবু ভিকুনা তার পাশেই দাঁড়াচ্ছেন। কলকাতা ছাড়ার আগে তিনি জোর দিয়ে বলে গেলেন, ‘দল নিয়ে আমার কোন সমস্যা নেই। আমি খুশি।’