আই লিগে প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান, আইজন এফসি’র সঙ্গে গোল শূন্য ড্র

আইজলে আই লিগের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান। খেলা শেষ হল ০-০ ফলে। একাধিক গোল নষ্টের খেসারত দিতে হল মোহনবাগানকে। আইজলে কোনওদিনই মোহনবাগানের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। সেই ধারাবাহিকতাই এবারও বজায় রাখল মোহনবাগান। এদিন ম্যাচের প্রথম থেকেই পাঁচ বিদেশি নিয়ে মাঠে নেমেছিলেন মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। উল্টোদিকে আইজল এফসি দলে ছিলেন মাত্র দু’জন বিদেশি। বাকি সবই স্থানীয় ফুটবলার। যাঁদের বেশিরভাগেরই বয়স ২০-২২ বছর। এই তরুণ ফুটবলারদের নিয়ে দলই আটকে দিল মোহনবাগানকে।
যদিও প্রথম ম্যাচে জয় না পাওয়ার বিষয়ে মোহনবাগান দায়ী করতেই পারে তাদের স্ট্রাইকারদের। ম্যাচের প্রথম থেকে দখল ছিল মোহনবাগানেরই। একের পর এক সুযোগ নষ্ট করেন সুহের, জুলেনরা। তিন মিনিটের মাথায় জুলেন কলিনাসের কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৮ মিনিটের মাথায় নাওরেমের ডিফেন্স চেরা থ্রু সুহেরের কাছে যখন পৌঁছায় তখন তাঁর সামনে শুধু আইজল গোলরক্ষক। কিন্তু একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে সে যাত্রা আইজলের পতন রক্ষা করেন গোলরক্ষক। ২২ মিনিটে ফান গঞ্জালেজের শট গোললাইন থেকে ক্লিয়ার করেন লালরাঙ্গাসাঙ্গা। ম্যাচের শেষ দিকে অবশ্য গোল হজম করতে পারত মোহনবাগান। একেবারে সহজ গোলের সুযোগ নষ্ট করে আইজল ফুটবলার। অন্য একটি ক্ষেত্রে গোলরক্ষক দেবজিৎ বাঁচিয়ে দেন। দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে ভালো ফুটবল খেলে আইজল এফসি। অনেকগুলি সুযোগ তৈরি করে তারা। উল্টোদিকে সালমাকে মাঠে নামিয়ে কাঙ্খিত গোল পায়নি মোহনবাগান। প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে হচ্ছে তাদের।

 

Comments are closed.