আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হল না মোহনবাগানের। মঙ্গলবার বাংলাদেশের চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক প্রতিযোগিতার সেমিফাইনালে মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসির কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল মোহনবাগান। এদিন মোহনবাগান হারল ২-৪ গোলে। তেরেঙ্গানু এফসির হয়ে হ্যাটট্রিক করলেন ইংলিশ মিডফিল্ডার লি টাক। অন্য গোলটি করলেন বিন ইসমাইল। মোহনবাগানের হয়ে দুটি গোলই করলেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান গঞ্জালেজ। ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল মোহনবাগান, কিন্তু শেষরক্ষা হয়নি।
গ্রুপের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই দলই অপরিবর্তিত রেখেছিলেন মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। প্রথমার্ধের মাঝামাঝি বেইতিয়ার দুরন্ত শট অল্পের জন্য বাইরে যায়। ৩৯ মিনিটে পিছিয়ে পড়ে মোহনবাগান। ফ্রিকিক থেকে দুরন্ত গোল করেন তেরেঙ্গানু অধিনায়ক লি টাক। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে মোহনবাগান। ব্রিটোকে বক্সের মধ্যে ফাউল করা হলে, পেনাল্টি পায় মোহনবাগান। পেনাল্টি থেকে মোহনবাগানকে সমতায় ফেরান ফ্রান গঞ্জালেজ। ৫৯ মিনিটে আবার পিছিয়ে পড়ে মোহনবাগান। পেনাল্টি বক্সের অনেকটা বাইরে থেকে দুরন্ত ফ্রিকিকে গোল করেন সেই লি টাক। মাত্র ২ মিনিট পরে আবার ম্যাচে ফেরে মোহনবাগান। আবার গোল করেন ফ্রান গঞ্জালেজ। তবে তাতে শেষরক্ষা হয়নি। ৭৪ মিনিটে মোহনবাগান রক্ষণের ভুলে ৩-২ করেন তেরেঙ্গানুর বিন ইসমাইল। ৭৮ মিনিটে তেরেঙ্গানুর ব্রুনোকে বক্সের মধ্যে ফাউল করেন দেবজিৎ। পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে মোহনবাগানের ফাইনালে ওঠার যাবতীয় আশা শেষ করে দেন লি টাক। তারপর আরও দু-একটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি মোহনবাগান।
Comments are closed.