প্রথম দুই ম্যাচে পরপর পয়েন্ট নষ্ট হয়েছে। প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে হার। দুই ম্যাচ থেকে সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। বুধবার ট্রাউ এফসির বিরুদ্ধে ম্যাচ। এই ম্যাচে পয়েন্ট নষ্ট মানে, পয়েন্ট তালিকায় আরও তলার দিকে চলে যাওয়া। তার থেকেও বড় কথা, গোটা দলের উপর চাপের পাহাড় চেপে বসা। মোহনবাগানের স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরোর ছাঁটাই হওয়া সময়ের অপেক্ষা। তার পরিবর্তন প্রায় চূড়ান্ত করে ফেলেছেন মোহনবাগান কর্তারা। যে কোনও দিন তাঁকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হবে। প্রশ্ন উঠে গিয়েছে দলের স্টপার ড্যানিয়েল সাইরাসকে নিয়ে। চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে জঘন্য খেলেছেন তিনি। ৪ গোল হজম করেছে মোহনবাগান রক্ষণ। তাঁকে এখনই ছেঁটে ফেলা না হলেও সতর্ক করা হয়েছে।
ফুটবলারদের মতোই চাপে আছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। ডুরান্ড কাপ, কলকাতা লিগ, বাংলাদেশের শেখ কামাল আন্তর্জাতিক কাপ। না সাফল্য আসেনি। তাই যাবতীয় চাওয়া পাওয়া এখন আই লিগকে ঘিরে। সেখানেও খুব খারাপ শুরু করেছে মোহনবাগান। তাই মোহনবাগান কোচকে নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। সেটা ভালই জানেন কিবু। জানেন বলেই বুধবার জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। মঙ্গলবার অনুশীলনের পর দলের সব বিদেশিকে নিয়ে আলাদা করে বৈঠক করেন। বুধবার মোহনবাগান দলে বদল আসতে চলেছে। গত ম্যাচে জঘন্য গোল হজম করেছিলেন মোহনবাগান গোলরক্ষক দেবজিৎ মজুমদার। তাঁর জায়গায় বুধবার ট্রাউয়ের বিরুদ্ধে খেলতে পারেন শঙ্কর রায়। আক্রমণভাগে আসতে পারেন জেসুরাজ। প্রথম থেকে শুরু করতে পারেন গত ম্যাচে গোল পাওয়া শুভ ঘোষ।
Comments are closed.