বকেয়া বেতন না মেলায় মোহনবাগান অনুশীলনে বিদ্রোহ, অবশেষে সন্ধ্যাবেলা সমস্যা মিটল মোহনবাগানে

শেষ কয়েক মাস ধরেই বেতন সমস্যা চলছিল মোহনবাগান ফুটবলারদের। মোহনবাগানে কোনও বিনিয়োগকারী বা বড় স্পনসর নেই। ক্লাব চালান শীর্ষ কর্তারাই। ফুটবলারদের বেতন দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের জোগাড় করেন তাঁরাই। কিন্তু বেশ কয়েক মাসের বেতন বকেয়া পড়ে গিয়েছিল মোহনবাগান ফুটবলারদের। ফুটবলাররা বারবার ক্লাব কর্তাদের অনুরোধ করেছিলেন বেতন মিটিয়ে দেওয়ার জন্য। ক্লাব কর্তাদের আশ্বাসেও সমস্যা মেটেনি। কয়েকদিন আগে অনুশীলন বয়কটের ডাক দিয়েছিলেন তাঁরা। তখন বুঝিয়ে-সুজিয়ে কোনভাবে ফুটবলারদের শান্ত করেছিলেন কর্তারা।
কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে অনুশীলনের নামতে আর রাজি হননি ফুটবলাররা। তাঁদের একটাই দাবি ছিল, বকেয়া বেতন না মেটালে তাঁরা অনুশীলনে নামবেন না। বাধ্য হয়েই এক শীর্ষ কর্তা ফোন করেন ফুটবলারদের। তিনি কথা দেন মঙ্গলবার সন্ধ্যেবেলার মধ্যেই বেতন সমস্যা মিটে যাবে। শেষ পর্যন্ত অনুশীলনে নামেন মোহনবাগান ফুটবলাররা। সূত্রের খবর, সন্ধেবেলাতেই ফুটবলারদের বকেয়া বেতনের বড় অংশ মিটিয়ে দিয়েছেন ক্লাব কর্তারা। তবে বিষয়টিতে অত্যন্ত ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা। তাঁদের বক্তব্য, অবিলম্বে বিনিয়োগকারী বা স্পন্সর এনে এই সমস্যার স্থায়ী সমাধান করুন কর্তারা।

 

Comments are closed.