সোমবার ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক ব্যানার্জি, পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে

সোমবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক ব্যানার্জি। ওইদিনই দুপুরে আগরতলায় সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরআগে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন অভিষেক। প্রথমে জানা গিয়েছিল শুক্রবার ত্রিপুরায় যাবেন অভিষেক ব্যানার্জি। কিন্তু পরে কর্মসূচির পরিবর্তন হয়। শুক্রবার দিল্লি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ফিরে আসেন অভিষেক ব্যানার্জি। জানা যায় সোমবার ত্রিপুরায় যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, সর্বভারতীয়স্তরে নিজেদের জায়গা করে নিতে এই বছর ২১ শে জুলাইয়ের অনুষ্ঠান দেশের অন্য রাজ্যেও পালিত হয়। কিন্তু ২১ জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান করার অনুমতি দেয়নি বিপ্লব দেব প্রশাসন। গ্রেফতার হন তৃণমূলের কয়েকজন কর্মী। এরপর পিকের আইপ্যাকের ২৩ জন সদস্য ত্রিপুরায় যান সমীক্ষা চালাতে। সেখানে তাঁদের হোটেলবন্দী করে রাখা হয়। বিপর্যয় মোকাবিলা আইনে আইপ্যাকের কর্মীদের তলবও করে আগরতলা পুলিশ। যদিও আগাম জামিন নিয়ে নেন তাঁরা। এই ঘটনায় বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে আক্রমণ শানায় তৃণমূল। ঘটনার নিন্দা করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাণিক সরকার।

এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আইপ্যাকের কর্মীদের ছাড়িয়ে আনতে আগরতলায় যান ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত ব্যানার্জি। এরপর যান ডেরেক ও ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার। ব্রাত্য বসু, সাংবাদিকদের সামনে বলেন, প্রয়োজনে মমতা ব্যানার্জিও যেতে পারেন ত্রিপুরায়। এরমধ্যে শুক্রবার রাতে সেই রাজ্যের কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক, আগরতলা পৌরপরিষদের প্রাক্তন কাউন্সিলর পান্না দেব সহ সাত জন তৃণমূলে যোগ দিয়েছেন।

Comments are closed.