১ মাসের মধ্যেই ফের দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের, নতুন দাম ১ হাজার ৭০১ টাকা ৫০ পয়সা

ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। কিন্তু অপরিবর্তিত রয়েছে রান্নার গ্যাসের দাম। শনিবার মধ্যরাত থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭২ টাকা ৫০ পয়সা। ফলে এখন নতুন দাম ১ হাজার ৭০১ টাকা ৫০ পয়সা। গত মাসের ১ তারিখেই ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়েছিল। দাম বেড়ে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় এখন ৮৬১ টাকা। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল ৭৬ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ১ হাজার ৬২৯ টাকা। এক মাসের মধ্যেই ফের বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

অন্যদিকে দাম বেড়েছে অটোর গ্যাসের। লিটারে ৫ টাকা ৩৮ পয়সা বেড়েছে অটোর গ্যাসের দাম। এখন নতুন দাম ৫৫ টাকা ৯৯ পয়সা। উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সংশোধন করে। সেইমত প্রতি মাসেই দাম বাড়ছে রান্নার গ্যাসের ও বাণিজ্যিক সিলিন্ডারের। করোনা পরিস্থিতিতে দেশে অর্থনৈতিক সঙ্কট বেড়ে যাওয়ার ফলেই জ্বালানি তেল ও রান্নার গ্যাস দাম এত বৃদ্ধি পাচ্ছে। যার ফলে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের।

Comments are closed.