বন্যা পরিস্থিতির মধ্যেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতাতেও

তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। তার উপর ফের ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পাঁচ জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, জানাচ্ছে আবহাওয়া দফতর।

শুক্রবার সারাদিন কলকাতায় আকাশ আংশিক মেঘলা। সারাদিনই দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত আবহাওয়া এইরকম থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ। মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। অক্ষরেখা জামশেদপুর, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ-সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের সম্ভাবনার ফলে আগামী দু’দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যার প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শনিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। রবিবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের এই পাঁচ জেলায়। সোমবারও আবহাওয়ার উন্নতির আশা দেখছে না হাওয়া অফিস। ওই পাঁচ জেলার কোথাও কোথাও ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।

Comments are closed.