সপ্তাহান্তে ছুটির দিন ফের মাটি হতে চলেছে, জানুন কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি ? 

ফের রাজ্যে বৃষ্টির সম্ভবনা। রবিবার থেকে দক্ষিণবঙ্গ ভিজতে চলেছে ভারী বর্ষণে। আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর। মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে সবথেকে বেশি। 

জানা গিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশপাশি অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার সন্ধ্যায় ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্ট ম্যাচ রয়েছে। বৃষ্টির চোটে তাতেও ব্যাঘাত ঘটতে পারে। 

হওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, আগামী সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পিঙ-এ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এদিকে সোমবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা হাওড়া, হুগলি এবং কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। 

উল্লেখ, বাংলায় শীত বিদায়ের পথে। অন্যান্য বছরের তুলনায় একুশে কার্যত রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে। চলতি বছর জমিয়ে শীত পড়লেও কখনও কখনও তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আর সপ্তাহান্তে ছুটির দিনে বৃষ্টির পূর্বাভাস থাকায় কার্যত মন খারাপ রাজ্যবাসীর। 

Comments are closed.